নামের প্রথম অক্ষরে জেনে নিন আপনার স্বভাব
প্রকাশিত হয়েছে : ১২:৩২:১১,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
লাইফস্টাইল ডেস্ক: কবির ভাষায় নামে কী-ই বা এসে যায়! কিন্ত কত কী যে এসে যায়, তা আমরা হাড়ে হাড়ে বুঝি৷ এমনকী নামের প্রথম অক্ষর থেকে আপনার স্বভাবও বেশ খানিকটা বোঝা যায়৷ ইন্টারেস্টিং , তাই না? সত্যিই৷ তাহলে দেখা যাক কোন ইংরেজি অক্ষর দিয়ে আপনার নাম শুরু হলে আপনার স্বভাবটি মোটামুটি কীরকম হবে৷ তবে মনে রাখবেন ব্যতিক্রম সব জায়গাতেই থাকে৷
A- এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা সাধারণত খুব একটা রোমান্টিক নন৷ ব্যবসা ভালো বোঝেন৷ ক্ষেত্রবিশেষে ধৈর্য্য কম থাকে আপনার৷তবে সঙ্গীর শারীরিক আকর্ষণ আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ৷
B- আপনি কিন্তু রোমান্টিক৷ বিশেষ করে রোমান্টিক ডিনার খুব উপভোগ করেন৷প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে ভালোবাসেন৷কখনও বা একটু আদুরে গোছের৷
C – সম্পর্কের মূল্য দেন৷ আন্তরিকতা পছন্দ করেন৷ খুব সংবেদনশীল হন৷
D- যেটা মনে মনে চান সেটা আদায় করেই ছাড়েন৷স্বভাবগত দিক থেকে আপনি কেয়ারিং৷উচ্চাকাঙ্খী ও বিশ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কখনও আবার পরশ্রীকাতর৷
E – খুব বেশি কথা বলতে ভালোবাসেন৷ অসততা অপছন্দ৷
F- এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা আদর্শবাদী ও রোমান্টিক প্রকৃতির হন৷তবে দেখনদারিও আপনি পছন্দ করেন৷
G -ভীষণ খুঁতখুঁতে প্রকৃতির৷খুব পরিশ্রমীও হন এরা৷ লক্ষ্যে পৌঁছতে প্রচণ্ড খাটতে পারেন৷
H- আপনার মধ্যে স্নেহ, মমতা রয়েছে৷ মানসিকভাবে খুব দৃঢ় হন এরা সাধারণত৷হার্ডকোর পারফেকশনিস্ট৷ এদের সহজে সন্তুষ্ট করা যায় না৷
I -বিলাসব্যসন ভালোবাসেন৷ সম্পর্কের ব্যাপারে খুব একটা বিশ্বস্ত নন৷
J – প্রচণ্ড পরিশ্রমী৷ লং ডিসটেন্স রিলেশনশিপে এরা খুব স্বচ্ছন্দ্য হন৷প্রেমে আস্থা রাখেন৷
K -গুটিয়ে যাওয়া, লাজুক প্রকৃতির৷তবে খুব বেশি ছক করে, প্ল্যান করে চলতে ভালোবাসেন৷আপনার মধ্যে দয়া-মায়া রয়েছে৷
L – অত্যন্ত রোমান্টিক৷ আপনার পার্টনার আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ইন্টেলেকট্যুয়াল পার্টনারই আপনি বেশি পছন্দ করেন৷
M – দ্বিমুখী স্বভাবের৷ যেমনটা দেখান, সেরকম আপনি আদতে না-ও হতে পারেন৷নিজের আবেগ প্রকাশ করতে আপনি খুব একটা স্বচ্ছন্দ্যবোধ করেন না৷
N – আপনি আবেগপ্রবণ৷ সম্পর্কের গভীরতা বোঝেন৷সবকিছুতেই নিজের হাত পাকাতে পছন্দ করেন৷
O- স্বাভাবের দিক থেকে হাসিখুশি ও মজাদার হলেও সিরিয়াসলি কাজ করে টাকা জমাতে আপনি পছন্দ করেন৷অতিরিক্ত পজেসিভনেস আপনার সমস্যার কারণ হয়ে উঠতে পারে৷
P-সামাজিকতা ও স্টেটাস সম্পর্কে আপনি খুব সচেতন৷আপনার পার্টনার সুন্দরী ও ইন্টেলিজেন্ট হওয়াই কাম্য৷
Q – সবসময় নিজেকে কাজের মধ্যে রাখতে ভালোবাসেন৷অন্যের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকা আপনার পছন্দের৷সাদা ফুল আপনার খুব পছন্দের৷
R – শারীরিক আকর্ষণ আপনার জন্য খুব একটা জরুরি নয়৷নিজেকে সবসময় সেরা প্রমাণ করার তাগিদ রয়েছে আপনার ভিতর৷
S-আদর্শবাদী, রোমান্টিক এবং একইসঙ্গে আপনি সংবেদনশীল৷কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন এস দিয়ে নাম শুরু হওয়া লোকজনরা৷
T- আপনি খুব সংবেদনশীল৷ ব্যক্তিগত স্পেসে কাউকে ঢুকতে দেন না৷প্রেমে পড়লেও খুব একটা অনুভূতি প্রকাশ আপনার পছন্দ নয়৷
U- প্রেম আপনার কাছে একটা চ্যালেঞ্জ৷ তাই প্রেমহীন জীবনের কল্পনাও আপনি করতে পারেন না৷অন্যকে উপহার দিতে ভালোবাসেন৷
V – অত্যন্ত স্বাধীনচেতা৷ সম্পর্কে স্পেস পছন্দ করেন৷কখনও কখন একটু ছটফটে৷
W- অত্যন্ত অহংকারী৷ প্রেমের ব্যাপারে চট করে মুখ খুলতে চান না৷ইগো আপনার বড় সমস্যা৷ প্রেমিক হিসেবে খুব একটা বিশ্বস্ত নন৷
X- অল্পেতেই বোর হয়ে যান৷একসঙ্গে দুটো কাজ অনায়াসে করতে পারেন আপনি৷
Y -কোনও কিছু আপনার মনের মতো না হলে তক্ষুণি আপনি তা ছেড়ে দেন৷প্রতিযোগিতার দৌড়ে সামিল হওয়া আপনার পছন্দের৷
Z – অত্যন্ত রোমান্টিক৷ প্রেমিকাকে আগলে রাখাই আপনার জীবনের মূল লক্ষ্য৷
4Facebook1Twitter