নরসিংদীতে গণপিটুনিতে ৭ ডাকাত নিহত
প্রকাশিত হয়েছে : ৭:৩১:৫৯,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নরসিংদীতে গণপিটুনিতে ৭ ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ডাকাত। আজ সোমবার ভোর ৪টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া ও টাকশাল গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সোমবার ভোর ৪টার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত ভাটপাড়া গ্রামের ব্যবসায়ী লাল মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির দরজা ভাঙার সময় পাহারাদাররা ডাকাতদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। অবস্থার বেগতিক দেখে সেখান থেকে ডাকাতরা পালিয়ে পার্শ¦বর্তী টাকশাল গ্রামের এরশাদ মিয়ার বাড়িতে হানা দেয়। ওই সময় ডাকাতরা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে। ওই সময় আশপাশের লোকজন ডাকাতের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া করে। ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করলে স্থানীয় মসজিদের মাইক দিয়ে থেকে ডাকাত রুখতে গ্রামবাসীর প্রতি আহ্বান জানানো হয়। এতে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে ডাকাতদের ওপর হামলা চালায়। ডাকাতরা দৌড়ে পালানোর সময় তাদের ধরে গণপিটুনি দেয়া হলে তাদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রহিম নামে একজন মুমুর্ষ অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ডাকাতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে ৭ ডাকাত নিহত ও এক ডাকাত আহত হয়েছে। আহত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে। তবে নিহত ডাকাতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি আবুল কাসেম।