নবীগঞ্জে চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:৫৪,অপরাহ্ন ০২ মে ২০১৫
নিউজ ডেস্ক :: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির আইসি এস আই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর- ইনাতগঞ্জ সড়কের কামার গাও ব্রীজের সন্নিকট একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে ৩লিটার চোলাই মদ সহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলো, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের স্বস্থিপুর গ্রামের মৃত আকরম উল্লার পুত্র হায়দার আলী (৩৬), একই উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের দিলাবর মিয়ার পুত্র ইসলাম উদ্দিন (২৫) ও জালালপুর গ্রামের জাগারু রবিদাশের পুত্র নন্দ লাল রবি দাশ (২৭)। শুক্রবার সন্ধা পৌনে ৭টায় পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ সহ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।