নগরীতে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পিয়াজ, ক্রেতাদের দীর্ঘ লাইন
প্রকাশিত হয়েছে : ১২:৩৩:৫৮,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০১৯
নিউজ ডেস্ক:: পেঁয়াজ যেনো সোনার হরিণ। সেই সোনার হরিণনামক পেঁয়াজ পেতে প্রখর রোদ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জনসাধারণককে পেঁয়াজ সংগ্রহ করতে দেখা যায়। সিলেটে চোরাই পথে আসা উদ্ধারকৃত পেঁয়াজ আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ৪৫ টাকা কেজি দরে বিক্রি করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
নগরীর তিনটি পয়েন্ট- বঙ্গবীর রোডের মার্কাজ পয়েন্টে, কবি নজরুল অডিটোরিয়াম এলাকায় ও ক্বিংব্রীজের মোড়ে তিনটি ট্রাকে করে মোট ৭ টন পেঁয়াজ বিক্রি করা হয়।
সকাল ১০টায় বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকে ওইসব স্থানে সাধারণ মানুষ অপেক্ষা করতে থাকেন। পেঁয়াজ বিক্রি শুরু হলে লাইন দীর্ঘ হতে থাকে। প্রখর রোদ্রে শিশু-বৃদ্ধা, নারী-পুরুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ নিতে দেখা যায়।
পেঁয়াজ পেয়ে সাকিব নামের এক কিশোর বলেন, দেড় ঘন্টা লাইনে থেকে পেঁয়াজ পেয়েছি। আমাদের মত গরীব মানুষের জন্য এভাবে খুলা বাজারে পেঁয়াজ বিক্রি আরো বাড়ালে আমাদের জন্য সুবিধা হবে।
টিসিবির পেঁয়াজ বিক্রিতে পুলিশকে সহায়তা করতে দেখা যায়। আগামী বৃহস্পতিবার থেকে নগরীর ৭টি পয়েন্টে পেঁয়াজ বিক্রির সম্ভাবনা রয়েছে বলে টিসিবি সূত্র নিশ্চিন্ত করছে।