নগরীতে যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৯:৩৭:৪৩,অপরাহ্ন ১৩ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট নগরীর নয়াসড়ক আল হেলাল ১৬নং বাসার ভাড়াটিয়া শাহীন আহমদ (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার বাঁশতলা গ্রামের আজিজুর রহমানের ছেলে।
জানা যায়- গত ৩ মাস আগে শাহীন আহমদ ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন। তার প্রায় মাসখানেক পর তিনি বিয়ে করে স্ত্রীকে নিয়ে আসেন ওই বাসায়। বৃহস্পতিবার দুপুরে তার স্ত্রী নগরীর কাজীটুলায় একটি বিয়ের অনুষ্ঠানে যান। এসময় শাহীন বাসায় একা ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বাসার মালিক অনেক ডাকাডাকি করেও শাহীনের কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন।
কোতোয়ালি থানার এসআই কামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে দরজা ভেঙে শাহীনকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।