নগরীতে প্রাইভেটকারসহ ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ৮:২৫:১১,অপরাহ্ন ১৩ মে ২০১৫
নিউজ ডেস্ক :: বুধবার সকাল সাড়ে আটটায় সুনীল সিংহ (৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। সে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তারুয়াবিল গ্রামের মৃত তবই মৌ-এর পুত্র।
ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ শাহজালাল ব্রীজ থেকে তাকে আটক করা হয়। তবে, ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে নগরীর শাহজালাল ব্রীজ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন স্কলার্স হোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল রুমানা চৌধুরী। তিনি একটি অটোরিক্সাযোগে তার মেয়ে ও বোনপোকে নিয়ে দক্ষিণ সুরমায় যাচ্ছিলেন। পথে প্রাইভেট কার(নম্বর-ঢাকা মেট্রো-ক-০৩-৮৭৯৪) আরোহী ৪/৫ জন ছিনতাইকারী তাদের বহনকারী অটোরিক্সার গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে রুমানার কাছ থেকে একটি গ্যালাক্সি ট্যাব, ল্যাপটট, স্যামসাং মোবাইল ফোন সেট এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেতে থাকে। ছিনতাইয়ের শিকার মহিলা ওই প্রাইভেটকারের পিছু নেন। প্রাইভেট কারটি কিছু দূর অগ্রসর হওয়ার পর ট্রাফিক জ্যামে আটকা পড়ে। এ সময় ওই মহিলা চিৎকার দিলে ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে দৌড়ে আত্মরক্ষা করে। তখন উপস্থিত লোকজন চালকসহ গাড়িটিকে আটক করতে সক্ষম হন।
চালক সুনীল জানায়, গাড়িটির মালিক রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: বিচিত্র দে। নগরীর পনিটুলায় ওই চিকিৎসকের বাসা।
কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, প্রাইভেট কারসহ চালককে শাহজালাল ব্রীজ থেকে আটক করি। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হাসিনার জমিন আরো শক্ত, কপালে ভাঁজ খালেদার