নগরীতে প্রতারণার অভিযোগে ২ বিদেশি নাগরিক আটক
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:৩৮,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: প্রতারণার অভিযোগে নগরীর চকবাজার এলাকা থেকে ঘানার ম্যাসোজা (৪৫) ও ক্যামেরুনের বেনকো (৩৬) নামে দুই বিদেশি নাগরিককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় আটককৃত দুই বিদেশির কাছ থেকে নকল ডলার তৈরির কাগজ উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে তাদের আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার প্রকৌশলী মোহাম্মদ হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই বিদেশি নাগরিকই প্রতারক। তারা মানুষকে ডলার দেওয়ার কথা বলে বিভিন্নভাবে প্রতারণা করে আসছে বলে অভিযোগ ছিল । অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নকল ডলার তৈরির কাগজ উদ্ধার করা হয় ।
গোয়েন্দা সূত্রে জানা যায়, আটক ঘানার নাগরিক ম্যাসোজা ৫ মাস আগে ও ক্যামেরুনের নাগরিক বেনকো ১৫ দিন আগে বাংলাদেশে আসলেও তারা আজ সকালেই ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে। আটক দুই বিদেশি নাগরিকের বাংলাদেশে থাকার বৈধতা আছে কিনা তা যাছাই-বাছাই করে দেখছে পুলিশ।