নগরীতে ঝাপটা পার্টির সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৭:৩১:০৭,অপরাহ্ন ০৯ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট নগরীতে ছিনতাইকারী ও টানা পার্টির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েকদিন নগরী থেকে ৫ ছিনতাইকারী ও টানা পার্টির সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর ওসমানী মেডিকেল সংলগ্ন বাগবাড়ী রোড থেকে ঝাপটা পার্টিও সদস্য জিয়াউর রহমানকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টায় ছিনতাইর প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়। সে আখালিয়া নয়াপাড়ার রফিকুল ইসলামের ছেলে। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।