নিউজ ডেস্ক:: সিলেট নগরীর মেডিকেল রোড থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। শুক্রবার রাত সোয়া ১টায় র্যাব-৯ অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে নিউ মেডিক্যাল রোডস্থ পপুলার মেডিকেল সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে ব্রাহ্মনবাড়ীয়ার কসবা উপজেলার মান্দারপুর এলাকার মোহন মিয়া ছেলে ও বর্তমানে নগরীর মুন্সিপাড়ার বাসিন্দা মো. আনোয়ার (৩২) এবং পাঠানটুলার মো. নাছিম মিয়ার ছেলে মো. রমজান (২১)।
জব্দকরা আলামমতসহ আটক আসামীদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে বলে শনিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-৯ অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।