নিউজ ডেস্ক:: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সিসিক মেয়র বলেন, সিলেট একটি ধর্মৗয় সম্প্রীতির নগরী। এখানে উৎসবে-আনন্দে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেই ,এ এক বিরল দৃষ্টান্ত।
ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে আহ্বান করে, অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে, দেখায় মুক্তির পথ। তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সকলকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে। দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য। সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে ধরে রেখে আমাদের এই নগরকে এগিয়ে নিতে হবে ।তিনি শারদীয় দুর্গাপূজায় সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।