দ্রুত জাতিসংঘের পদক্ষেপ চেয়েছে বিএনপি
প্রকাশিত হয়েছে : ৯:১৬:৪৫,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকাকর্মীদের ‘ক্রসফায়ারে হত্যাসহ দমন পীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের দ্রুত কার্যকর পদক্ষেপ চেয়েছে বিএনপি।
শনিবার এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ‘আইনি শাসনের শূন্যতা, বিচারিক নৈরাজ্য, পুলিশি তাণ্ডব ও রাষ্ট্রের সকল অঙ্গের অবশায়নের মধ্যদিয়ে অবৈধ ক্ষমতা চিরস্থায়ীকরণের উন্মাদনায় লিপ্ত আওয়ামী লীগ। এর ফলে জাতীয় জীবন অবরুদ্ধ, গণতন্ত্র বন্দী বাকশাশি খাঁচায়। ভয়ভীতি প্রদর্শন ও নিয়ন্ত্রণের মধ্যদিয়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভখ্যাত গণমাধ্যমের চোখে পট্টি লাগিয়ে দিয়ে প্রকারান্তরে সরকার নিজেই অন্ধত্ববরণ করেছে। গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার নিঃস্ফল প্রয়াস ব্যর্থ হতে বাধ্য।’
সালাহউদ্দিন বলেন, ‘শাসকগোষ্ঠীর অন্ধপ্রতিহিংসা ও ক্ষমতালিপ্সার খেলায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিপন্নপ্রায়।’
তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সকল পথ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বন্ধ করে দেয়া হয়েছে। বর্তমান সংবিধান মানবিক ও নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা কায়েমের হাতিয়ারে পরিণত হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের তিরোধানের সাম্রাজ্যে মুক্তিযুদ্ধের সকল অর্জন ধুলিস্যাৎপ্রায়।’
বিএনপির অভিযোগ, ‘ক্রসফায়ারের মাধ্যমে দেশব্যাপী অব্যাহত গণহত্যা, গণগ্রেপ্তার, মামলা-হামলা ও চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনের মধ্যদিয়ে জনজীবনকে বিপর্যস্ত করে সরকার সারাবিশ্ব থেকে বাংলাদেশকে একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করেছে। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে অঘোষিত গৃহবন্দিত্ব অবস্থায় খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে অভুক্ত রেখে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। প্রতিহিংসার মাত্রাজ্ঞানহীন এমন নিষ্ঠুরতা ও বাড়াবাড়ি দেশের জনগণকে স্বভাবতই চরমভাবে বিক্ষুব্ধ করেছে।’
বিবৃতিতে এ বিষয়ে জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এ ব্যাপারে যথাযথ এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানো হয়।