দ্বিতীয় লেগের সুযোগ পওয়ায় উচ্ছ্বসিত ইনিয়েস্তা
প্রকাশিত হয়েছে : ৫:১২:২০,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক::
চ্যাম্পিয়নস লীগে বার্সেলোনা প্যারিস সেইন্ট জার্মেইনকে হারিয়ে এফ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে এবং দ্বিতীয় লেগের দ্বিতীয় ম্যাচে নিজেদের মাঠে খেলার সুযোগ পেয়েছে। এতে উচ্ছ্বসিত ক্লাবটির মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।
ইনিয়েস্তা বার্সার নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছেন, আমি দ্বিতীয় লেগে নিজের মাঠে খেলার সুযোগ কাজে লাগাতে চাই।
তিনি বলেন, আমি জানি সেখানে এমন একটি দল যাবে যারা নিজেদের ফিরে পেতে চাইবে। কিন্তু ভক্তদের ভালোবাসায় আমরা সেটা ভালোভোবে মোকাবেলা করতে পারব।
বুধবার পিএসজিকে ৩-১ গোলে হারিয়ে প্রথম রাউন্ড শেষ করে নকআউট পর্বে গ্রুপ রানার্সআপের সাথে খেলা নিশ্চিত করেছে।