দোয়ারাবাজারে সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মাকে পিটিয়ে হত্যা!
প্রকাশিত হয়েছে : ১২:৫৫:১০,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে এক মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সন্তানদের বিরুদ্ধে। ওই নারীর নাম গুলবাহার বেগম (৭০)। সোমবার দুপুরে উপজেলার মান্নারগাও ইউনিয়নের জালালপুর গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ছেলে আব্দুল খালিক ও আবুল হাসিমকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, জালালপুর গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী গুলবাহারের সঙ্গে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে প্রায়ই তার দুই ছেলে আব্দুল খালিক ও আবুল হাসিম এর মধ্যে ঝগড়া হতো। দুপুরে এর জের ধরে দুই ছেলে মাকে বেধড়ক পিঠিয়ে আহত করে। পরে গুরুতর আহত গুলবারকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ খাঁন জানান, ওই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।