দোয়ারাবাজারে গৃহিনীর আত্মহত্যা : স্বামী আটক
প্রকাশিত হয়েছে : ১:২০:০৮,অপরাহ্ন ২৩ মে ২০১৫
নিউজ ডেস্ক :: দোয়ারাবাজারে জয়ফুল বেগম (২৫) নামের এক গৃহিনী আত্মহত্যা করেছে। সে উপজেলার নরসিংপুর ইউনিয়নের খন্তার গাঁও গ্রামের আব্দুস ছালামের স্ত্রী। বৃহষ্পতিবার দিবাগত ভোর রাতে স্বামীর বসত বাড়ীর পুকুর পাড়ে আমগাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ঐ গৃহিনী। সকালে খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসাপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে আত্মহত্যায় প্ররোচনাকারী হিসেবে স্বামী আব্দুস ছালাম কে আটক করেছে পুলিশ।
গতরাতে পারিবারিক কলহের জের ধরে ১ সন্তানের জননী জয়ফুল বেগম আত্মহত্যা করেছে বলে নিহতের পরিবার জানান। দোয়ারাবাজার থানার ওসি (প্রশাসন) সেলিম নেওয়াজ জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মামলার প্রেক্ষিতে আত্মহত্যার পরোচনা কারী স্বামীকে আটক করা হয়েছে।