‘দেশে অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে’
প্রকাশিত হয়েছে : ১১:৩১:১১,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে হিংসার রাজনীতি চলছে। একটি দলের ব্যর্থতা এবং আরেকটি দলের ক্ষমতায় যাওয়ার লোভের কারণেই আজ দেশ জ্বলে-পুড়ে শেষ হচ্ছে। এর ফলে অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এ অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করে টেকা কঠিন। তিনি বলেন, কি করে ক্ষমতায় যাওয়া যাবে আর কি করে ক্ষমতায় থাকা যাবে এ আমাদের একমাত্র উদ্দেশ্য আর কিছু নয়। আমাদের শান্তি ছিল, স্বস্তি ছিল, উন্নতি ও প্রগতি ছিল সব আজ বিলীন হয়ে গেছে। হিংসার রাজনীতিতে সব জ্বলে-পুড়ে শেষ হয়ে গেছে। অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করা যায় না। তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়া ও টেকা নিয়েই যতো হানাহানি চলছে। এর প্রেক্ষিতে পুড়ছে মানুষ, জ্বলছে দেশ। কিন্তু জাতীয় পার্টি এ অপরাজনীতিতে বিশ্বাস করে না। দেশের মানুষ হানাহানি থেকে মুক্তি চায়। তাই এখন জাতীয় পার্টির সামনে ক্ষমতায় যাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে ক্ষমতায় যেতে হবে। আজ সোমবার সকালে রাজধানীর বনানীতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার ব্যবসায়ী-সমাজসেবক আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন দলের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।