দীপিকা ও সোনাক্ষীর বিরুদ্ধে মামলা !
প্রকাশিত হয়েছে : ৬:২৯:১৪,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক : এতদিন শুধু চলছিল হুমকি । কিন্তু এবার বিতর্কিত শো ‘এআইবি রোস্ট’, শোয়ের অংশগ্রহণকারী বলিউড পরিচালক করন জোহর, অভিনেতা রণবীর সিংহ, অর্জুন কপূর, দীপিকা পড়কোন এবং সোনাক্ষী সিনহা সহ আরও অনেকের বিরুদ্ধে পুণের এক থানায় এফআইআর দায়ের করলেন পুণে সিআইডির ইন্সপেক্টর ভাজির হুসেন শেখ । ভারতীয় দন্ডবিধি ২৯২,২৯৮ ধারা অনুযায়ী এই তারকাদের উপর অভিযোগ এনেছেন তিনি ।
সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে ভাজির জানিয়েছেন, ‘এআইবি রোস্ট’ শোটি ভারতীয় সংস্কৃতির পক্ষে বিপদজনক । আরও পরিস্কার করে বলতে গেলে এই শোটি ভারতীয় ঐতিহ্যের জন্যে ক্ষতিকারক’।
এই শো-টি কেন্দ্র করে দুই ভাগে ভাগ হয়ে গেছে নেট দুনিয়া । বিতর্কের ঝড় আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও । এই শোয়ের বিরুদ্ধে মুখ খুলেছে সেন্সর বোর্ডের একাংশ । এমনকী, শো-এর অভিনেতাদের ‘নিষিদ্ধ’ করার দাবি তুলেছে এমএনএস । অভিযোগ, এই শোতে দর্শকদের সামনেই অত্যন্ত কুরুচিকর চুটকি ও অশ্লীল, আপত্তিকর কথা মুহূর্মুহূ ব্যবহার করা হয়েছে । আর এসব কিছুই কোনও কাটছাঁট না করে স্রেফ ব্যবসার খাতিরে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ।