দিরাইয়ে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২:৪১:১৭,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৯
নিউজ ডেস্ক:: দিরাই পৌরসভার মজলিসপুর এলাকায় রাস্তার পাশ থেকে ফুটফুটে একটি নবজাতক মেয়েকে উদ্ধার করা হয়েছে। নবজাতকটিকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ১১ টার দিকে দিরাই পৌরসভার মজলিস পুর গ্রামের রসময় তালুকদারের বাড়ির রাস্তার পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।
রাতে মজলিসপুর এলাকায় রাস্তার পাশে নবজাতকটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন নবজাতকটিকে কেউ রাস্তার পাশে ফেলে রেখে যায়। এলাকাবাসী পুলিশে খবর দিলে সেখান থেকে নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।