দারিদ্র্য দূরীকরণে সার্কভূক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান
প্রকাশিত হয়েছে : ১:৫০:২৪,অপরাহ্ন ৩০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলো বিশেষ করে সার্কভূক্ত দেশগুলোতে খাদ্যাভাব ও দারিদ্র্য দূর করতে সংশ্লিষ্ট দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে তিন দিনব্যাপী দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানা।
প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্যের বিরুদ্ধে আমাদের এক হয়ে কাজ করতে হবে। অন্তত সার্কভুক্ত দেশ অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এ ক্ষেত্রে এক হয়ে এগিয়ে আসতে হবে। আমাদের সবারই সমস্যাগুলো প্রায় একই রকম। তাই তো দারিদ্র্য মোকাবিলা করে খাদ্য নিরাপত্তায় এ নিয়ে একত্রে আমাদের অনেক কাজ করার আছে।
তিনি বলেন, বিশ্বে সামরিক খাতে যে ব্যয় হয় তার একটি অংশ যদি প্রতিনিয়ত খাদ্য নিরাপত্তায় ব্যয় হতো তবে এ বিশ্বে কোনো খাদ্য হাহাকার থাকতো না। একজন মানুষও অপুষ্টিতে থাকতো না।
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা- এ মৌলিক অধিকারগুলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের এ ৫টি মৌলিক চাহিদার মধ্যে খাদ্যের স্থান সর্বাগ্রে। সভ্যতা এবং জ্ঞান-বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য অর্জিত হলেও আজও এ বিশ্বের সব মানুষের জন্য পর্যাপ্ত খাবার নিশ্চিত করা সম্ভব হয়নি।
শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তা শুধু খাদ্য উৎপাদনের ওপর নির্ভর করে না। আমাদের এ বিশ্বে যে পরিমাণ খাদ্য উৎপাদিত হয়, তা সব মানুষের চাহিদা পূরণের জন্য যথেষ্ট। কিন্তু বাস্তবতা হচ্ছে বিপুল সংখ্যক মানুষ তাদের চাহিদা অনুযায়ী খাবার পান না।