দাবা খেলায় অসদুপায় অবলম্বন
প্রকাশিত হয়েছে : ১২:৪০:১২,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০১৫
তথ্য প্রযুক্তি ডেস্ক :: দাবা প্রতিযোগিতা চলাকালে লুকিয়ে স্মার্টফোনের সাহায্য নেওয়ার বহিষ্কার হয়েছেন একজন গ্র্যান্ডমাস্টার। জানা গেছে, তিনি বাথরুমে গিয়ে লুকিয়ে দাবা খেলার অ্যাপ থেকে খেলার ব্যাপারে সাহায্য নিচ্ছিলেন।
গাইওজ নিগালিদযে নামক জর্জিয়ার এই দাবাড়ু তাঁর ম্যাচ চলাকালে ঘন ঘন বাথরুমে যাচ্ছিলেন। আর এটি দেখে অভিযোগ করে বসেন তাঁর প্রতিদ্বন্দ্বী দাবাড়ু। অভিযোগের ভিত্তিতে বাথরুমে গিয়ে ময়লার পাত্রে তাঁর স্মার্টফোন খুঁজে পায় কর্তৃপক্ষ। সেখানে দাবার একটি অ্যাপও চালু করা ছিল বলে জানানো হয়।
যদিও স্মার্টফোনটি নিজের নয় বলে দাবি করেছেন অভিযুক্ত এই দাবাড়ু। কিন্তু মজার ব্যাপার হল, স্মার্টফোনটিতে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা ছিল।
ঘটনাটি তদন্ত করে দেখার কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের অ্যান্টি-চিটিং কমিশন। অভিযোগ প্রমাণিত হলে তিন বছরের জন্য সব ধরণের দাবা থেকে বহিষ্কার হতে পারেন নিগালিদজে।
দ্য নিউ ইয়র্ক পোস্ট অবলম্বনে