দাবদাহে ভারতে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে
প্রকাশিত হয়েছে : ১২:৩২:০২,অপরাহ্ন ২৫ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড দাবদাহে ভারতে ৫০০ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটির অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় অসহনীয় দাবদাহে রোববার পর্যন্ত এ সংখ্যক মানুষ মারা গেছে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় উচ্চ তাপমাত্রার ফলে সৃষ্ট দাবদাহ চার দিন ধরে অব্যাহত রয়েছে। শুধু রোববারই এ কারণে মারা গেছে ১৬৫ জন। এই দুই রাজ্যে আরো তিন দিন দাবদাহ বয়ে যাবে বলে ভারতের আবহাওয়া অফিস সতর্কতা জারি করেছে।
অন্ধ্র প্রদেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রোববার এই রাজ্যে সানস্ট্রোকে (সর্দিগর্মি) মারা গেছে ৬২ জন। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, ৯৩ জন মারা গেছে। আর তেলেঙ্গানায় মারা গেছে ৭২ জন।
রোববার অন্ধ্র প্রদেশের মাচিলিপাটনাম এবং তুনিতে ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তর প্রদেশে রোববার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি তামপাত্রা রেকর্ড করা হয়েছে। ওডিশার নয়টি শহরে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তামপাত্রা রেকর্ড করা হয়েছে। মধ্যপ্রদেশের পাঁচমারহিতে এদিনের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সমুদ্র সমতল থেকে পাঁচমারহি ১ হাজার ১০০ মিটার উঁচুতে অবস্থিত।
এই অবস্থায় অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানার সরকার জরুরি ভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছে। সানস্ট্রোকের উপসর্গ দেখা দেওয়া মাত্রই নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া খাবার গ্রহণ ও পানি পানের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।