দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
প্রকাশিত হয়েছে : ৬:১৭:৩৯,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: দক্ষিণ সুরমার তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে বাস, অটোরিক্সা ও কারের ত্রিমুখী সংঘর্ষে দুই সিএনজি যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর রোববার সকাল ১০ টার দিকে ঘটনাটি ঘটেছে তেতলী বাজার নামক স্থানে।
নিহতরা হচ্ছেন- ওসমানী নগর থানার মজলিসপুর গ্রামের আলাউদ্দিনের পুত্র জয়নাল আবদীন (২৩) একই থানার কাজিরগাঁও গ্রামের মৃত হানিফ উল্লাহর পুত্র আনফর আলী নুনু মিয়া (৬০)।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া জগন্নাথপুর গ্রামী বাস (সিলেট-জ ১১-০৫৭৬) দ্রুতগামী বাসটি সিলেট থেকে ছেড়া আসা প্রাইভেট কারটিকে (ঢাকা মেট্টো-খ ১১-৬১৬৬) পেছন থেকে ধাক্কা দেয়।
অপরদিকে ওসমানী নগর থেকে ছেড়ে আসা সিলেটগামী সিএনজি অটোরিক্সা (সিলেট থ-১১-৭৭০৩) কারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় সিএনজিটি সড়ক থেকে ছিটকে গিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে সিএনজি যাত্রী জয়নাল আবদীন মৃত্যুবরণ করেন। অপর গুরুতর আহত যাত্রী আনফর আলীকে চিকিৎসা দিতে নর্থ ইষ্ট মেডিকেল কলেজে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অপর তিনজনকে নর্থইষ্ট ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনার পর বাস ও প্রাইভেট কার এর চালক পালিয়ে যায়।
নিহত দু’জনের লাশ প্রশাসনের অনুমতি সাপেক্ষে পরিবারের লোকজন তাদের বাড়ি নিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন ও গাড়ি ৩টি জব্দ করেন। এ ব্যাপারে নিহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করেন।