দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৫
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:১৬,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫জন গুরুত্ব আহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকাল ৫টায় মোগলা বাজার থানার রায়খাইল মিরগাও মৃত উস্তার আলীর বাড়িতে এঘটনা ঘটে। আহতরা হলেন মৃত উস্তার আলীর স্ত্রী মাহমুদা বেগম (৫০), কবির আহমদের স্ত্রী মনারা বেগম (২৫), মুক্তার আলী (৫০ ), নজরুল আহমদ(১২), জাকারিয়া আহমদ (১৪)।
জানা যায়, মৃত উস্তার আলীর ছেলে কবির মিয়ার সাথে প্রতিবেশি মৃত ছবই উল্লাহর ছেলে আওলাদ এর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমিন নিয়ে বিরুধ চলে আসছে। তারই প্রেক্ষিতে শনিবার বিকাল ৫টায় আওলাদ, মঈন উদ্দিন,বারিক উল্লাহ, আতিক, ছাদিক, জাহিদসহ অঞ্জাতনামা আরও কয়েকজন কবির আহমদের পরিবারের উপর অতর্কিত ভাবে তাদের বসত ঘরে প্রবেশ করে হামলা চালায়। এতে কবির আহমদের স্ত্রী মনারা বেগম ও মাহমুদা বেগম গুরুত্বর আহত হলে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে মোগলা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, রায়খাইল এলাকায় একটি মারামারির ঘটনা শুনেছি। তবে এখন পযর্ন্ত আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।