দক্ষিণ সুরমায় নববধূর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ৪:৪০:১০,অপরাহ্ন ২০ মার্চ ২০১৫
দক্ষিণ সুরমার দিবীদৈল এলাকায় এক নববধূ আত্মহত্যা করেছেন। তার নাম পিংকী রাণী নাথ (২২)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানায়, প্রতিদিনের মতো গতকাল সকাল ৯টায় পিংকী তার স্বামী গোবিন্দ চন্দ্র নাথকে সকালে ভাত খাওয়ান স্বামীও প্রতিদিনের মতো তার কর্মস্থলে চলে যান। সকাল নাড়ে ৯ টার দিকে পরিবারের অগোচরে নিজ বাসায় ঘরের দরজা বন্ধ করে তিরের সাথে গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে পিংকী আত্মহত্যা করেন। পরিবারের অন্যা সদস্যরা অনেকক্ষণ যাবৎ তার কোন সাড়া শব্দ না পেয়ে ডাকা ডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেলে ঘরে দরজা ভেঙ্গে দেখেন পিংকী রাণীর ঘরের তিরে সাথে ফাঁস লাগানো। পরে তার স্বামী পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে দুপুরে দক্ষিণ সুরমার থানা পুলিশ পিংকীর লাশ উদ্ধার করে বিকেলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। বিকেল হওয়ায় গতকাল লাশের ময়না তদন্ত হয়নি বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল। তিনি বলেন, বর্তমানে লাশ ওসমানী হাসপাতালের হিমাঘরে রয়েছে। আজ লাশের ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন মেয়েটি আত্মহত্যা করেছে।
দক্ষিণ সুরমা থানার এসআই আলতাফুর রহমান জানান, লাশের প্রাথমকি তদন্তে দেখা গেছে গলায় গামছার দাগ ছাড়া অন্য কোন দাগ বা জখমের চিহ্নি নেই। তাই এটাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।