দক্ষিণ সুরমায় ডাকাতদের রুখে দিলো গ্রামবাসী
প্রকাশিত হয়েছে : ৫:৫৩:০৯,অপরাহ্ন ১৭ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটে ডাকাতদের রুখে দিলো এলাকাবাসী। এ সময় জনতার ধাওয়া খেয়ে ডাকাতরা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শনিবার (১৬ মে) রাত ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় একটি প্রাইভেটকার ও পাঁচটি মোটরসাইকেলে অস্ত্রধারী ডাকাতরা গ্রামের ভেতর হানা দেয়। লোকজন ঘটনাটি আঁচ করতে পেরে প্রতিহত করার জন্য মসজিদের মাইকে ঘোষণা দেন।
এ সময় জনতা চারদিক থেকে ধাওয়া করলে ডাকাতরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ওই গ্রামে ডাকাতরা হানা দিয়েছে কিনা নিশ্চিত নয়।
তবে, গ্রামবাসী ধাওয়া করলে তারা গুলি ছুঁড়ে পালিয়ে আসে বলে জানতে পেরেছেন তিনি।