দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০
প্রকাশিত হয়েছে : ৯:১৪:৫৯,অপরাহ্ন ১০ মে ২০১৫
নিউজ ডেস্ক :: দক্ষিণ সুনামগঞ্জের পূর্ববীরগাঁও ইউনিয়নের হাসকুঁড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
রোববার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে হাসকুঁড়ি গ্রামের আব্দুল খালিক ও গৌছ উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষ ৩০ জন আহত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুকিত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।