দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
প্রকাশিত হয়েছে : ৮:৪৯:৩৩,অপরাহ্ন ২৫ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে হাসারচর গ্রামের শফিক মিয়ার ছেলে রাহেলের (১০) সঙ্গে একই গ্রামের আব্দুর রউফের ছেলে শাহিনুরের (১৪) ঝগড়া করে। এর জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়।
পাথারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য হোসাইন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।