তুয়ারডাঙ্গা আস-সাদিক যুব উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ৭:৩৩:৪৫,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: মহান বিজয় দিবস উপলক্ষে তুয়ারডাঙ্গা আস-সাদিক যুব উন্নয়ন সংস্থা শীতবস্ত্র বিতরণ করেছে। গতকাল শনিবার তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থার উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক যোগীন্দ্র নাথ সরকার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম। এসময় ডাঃ আবু রায়হান রাজ, আব্দুর রহিম, লুৎফর রহমান, একেএম সামছুল হুদা, সুখরঞ্জন রায়, ভবতোষ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা ও ৫০ জন গরীব-দুস্থ ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়