তিস্তা চুক্তিতে সুষমার স্পষ্ট ‘না’
প্রকাশিত হয়েছে : ৩:০১:৪৯,অপরাহ্ন ৩১ মে ২০১৫
নিউজ ডেস্ক::
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে যে তিস্তার পানি বন্টন সংক্রান্ত চুক্তি হচ্ছেনা অবশেষে তা নিশ্চিত হওয়া গেছে। মোদির বাংলাদেশ সফর নিয়ে এতদিন দুই দেশের রাজনীতিক ও বিশেষজ্ঞরা তিস্তা চুক্তির বিষয়ে নানা ধরণের বক্তব্য দিয়ে আসিছিলেন। অবশেষে তিস্তা চুক্তি যে এই মুহুর্তে হচ্ছেনা সেটা নিশ্চিত করলেন ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ।
সুষমা স্বরাজ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকালে তিস্তা চুক্তির বিষয়ে কোন আলোচনা থাকবেনা।’
কারণ হিসেবে তিনি জানান, ‘এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তের প্রয়োজন। তার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ‘ কোন চুক্তি থাকবে না, কারণ, এজন্য পশ্চিমবঙ্গ বোর্ড রাষ্ট্র সরকারকে প্রয়োজন। “ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তবে, পশ্চিমবঙ্গ সরকারে সঙ্গে আলোচনায় বসার পক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।