তিন মাসে পাচার হওয়া বাংলাদেশির সংখ্যা ২৫ হাজারের বেশি
প্রকাশিত হয়েছে : ২:০২:৫৩,অপরাহ্ন ০৮ মে ২০১৫
নিউজ ডেস্ক::
মানব পাচারকারীদের খপ্পরে পড়ে বঙ্গোপসাগরের উপকূল থেকে গত তিন মাসে প্রায় ২৫,০০০ এর বেশি বাংলাদেশি নৌকায় চেপে অবৈধ পথে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। পাচারকারীদের প্রলোভনে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে তারা নিজেদের ভাগ্য উন্নয়নে অবৈধ পথে সমুদ্র পাড়ি দিয়ে চলে গেছে অন্য দেশে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ। সম্প্রতি প্রকাশিত এক জরিপের ভিত্তিতে এমন তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন।
গত অক্টোবর থেকে অবৈধ উপায়ে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিতে গিয়ে এরকম ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এরকম আরও ৬০০ জনের বেশি মানুষ পানি শুন্যতা আর অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে বলে জানায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় কর্মরত থাকা জাতিসংঘের এই সংস্থা।
মেয়াদ ভিত্তিক ওই প্রতিবেদনে উল্লেখ কারা হয়, গত তিন মাসে সমুদ্র পথে ভিন দেশে পাড়ি জমানো ২৫,০০০ মানুষের মধ্যে ৪০ থেকে ৬০ ভাগই মায়ানমারের রাখাইন প্রদেশের। কিন্তু বাংলাদেশের সমুদ্র উপকলীয় এলাকা থেকে তারা সমুদ্র যাত্রা শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে ক্রমবর্ধমান মানবপাচার মোকাবেলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সকল উপকূল অঞ্চলীয় দেশসমুহের প্রতি আহ্বান জানানো হয়।
অবৈধভাবে বিদেশ যাত্রার জন্য বাংলাদেশ ও মায়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল এবং উপকূলীয় এলাকার সুষ্ঠু তদারকির অভাবকে দায়ী করা হয়েছে শরণার্থী বিষয়ক হাইকমিশনের প্রতিবেদনটিতে।