তিন তলা থেকে ফেলে প্রবাসীকে হত্যা
প্রকাশিত হয়েছে : ৭:০৬:৫০,অপরাহ্ন ০৬ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীর ভাসানটেক এলাকায় এক প্রবাসীকে তিন তলা থেকে ফেলে দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আনোয়ার হোসেন দেওয়ান (৩২)। তারা বাবা আকবর আলী দেওয়ান। ভাসানটেকের ১৭৩ নম্বর দেওয়ানপাড়ায় তার বাসা।
নিহতের স্ত্রী নীলা দেওয়ান বলেন, ‘ইতালি প্রবাসী আনোয়ার গত রমজানে দেশে ফিরেন। তার পর থেকে
তিনি তার বোন মনি দেওয়ান, চাচা মোস্তফা দেওয়ান, আজমত দেওয়ান, হাসান দেওয়ান ও হাবে দেওয়ানসহ আরো কয়েকজন আত্মীয়ের সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এ নিয়ে একবার মামলাও হয়েছে।’
নীলা জানান, আজ সোমবার ভোরে আনোয়ার ফজরের নামায পড়তে গেলে তার চাচা ইব্রাহীম দেওয়ান মসজিদে তাকে নামায পড়তে দেয়নি। পুর্ব বিরোধের জের ধরে তাকে প্রহার করে গায়ের কাপড় ছিঁড়ে ফেলে। পরে তিনি বাসায় ফিরে আসেন। মোস্তফা দেওয়ানের ছেলে সোহেল দেওয়ান অস্ত্রসহ ২০/২৫ জন লোক নিয়ে হানা দেয় দেওয়ানপাড়ায় তাদের নির্মাণাধীন ৫ তলার বাসায়। এসময় তাদের সঙ্গে ভাসানটেক থানার এসআই রেজাউলকে দেখতে পান নীলা। পুলিশের উপস্থিতিতেই তারা আনোয়ারকে টেনে হেঁচড়ে তিন তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে গুরুতর আহত আনোয়ারকে উদ্ধার করে পুলিশ ও প্রতিবেশিরা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে আসেন পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
স্ত্রীর অভিযোগ করে বলেন, ‘পুলিশের উপস্থিতিতে আমার স্বামীকে তারা হত্যা করেছে। আনোয়ার বিদেশে থাকা অবস্থায় ক্যান্টনমেন্টের মাটি কাটা এলাকায় একটি জায়গা কিনেছিল। তার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। ওই জায়গা নেয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে পাঁয়তারা করছিল।’
নিহত আনোয়ারের দেড় বছরের একটি সন্তান আছে। তার নাম আলিফ দেওয়ান।