তাহিরপুরে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রকাশিত হয়েছে : ৮:১৮:৫৫,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের চাঁনপুর সীমান্তে দুই বাংলাদেশিকে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন সীমান্ত থেকে তাদের আটক করে বিএসএফ।
আটককৃতরা হলেন, ভুলু সালমা (৪০) ও নবীকুল ইসলাম (৩৮)।
সুনামগঞ্জ ৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, আটককৃতরা মেঘালয় পাহাড়ের কয়লা চুরির সময় বিএসএফ তাদের আটক করে।