তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
প্রকাশিত হয়েছে : ১০:৫১:৫৩,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর বক্তব্যের অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার দায়েরকৃত একটি মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিএমএম আদালত।
একই আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলাটি করেন ঢাকা বারের আইনজীবী মোস্তাফিজুর রহমান দুলাল। মহানগর হাকিম মোহাম্মদ ইউনূস খানের আদালতে মামলার শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা ও নাটোরের আদালতেও পৃথক মানহানির মামলা দায়ের করা হয়।উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে রাজাকার বলে অভিহিত করেন তারেক রহমান। এর প্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ এনে এসব মামলা করা হয়।
উল্লেখ্য তারেক রহমানের ওই বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক অনুষ্ঠানে বলেন,তারেক জানোয়ারের মত কথা বলছে।
বৃহস্পতিবার সরকারে কয়েকজন সাবেক ও বর্তমান মন্ত্রীরাও তারেক রহমানকে কঠোর ভাষায় গালাগাল করেন।