তবুও বাংলাদেশর প্রশংসায় মিসবাহ
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:৩৫,অপরাহ্ন ০৯ মে ২০১৫
খেলাধুলা ডেস্ক::
৩২৮ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করেও স্বাগতিক দলকেই প্রশংসায় ভাসালেন পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ-উল-হক। মিসবাহর মতে, শেষ টেস্টে জয় তাদের জন্য ‘অবধারিত’ ছিলো। কিন্তু বাংলাদেশ শুরু থেকেই যেভাবে খেলছে সেটা অবশ্যই প্রশংসার যোগ্য।
ঢাকা টেস্ট জয় করার পর মিসবাহ-উল-হক বলেন, ‘বাংলাদেশ যেভাবে খেলেছে, তাতে সবার অভিনন্দন পাওয়ার যোগ্য তারা। প্রথম টেস্ট ড্র নয়, বরং বাংলাদেশের জয় হয়েছিলো। আমরা আগের ম্যাচে দারুণ হতাশ ছিলাম।’
ঢাকা টেস্ট জেতার ব্যাপারে বলেন, ‘এই টেস্টটিতে জয় আমাদের খুব দরকার ছিলো। ছেলেরা খুব ভালো খেলেছে। আমি যদিও ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের নই, তারপরেও আশা করবো আসন্ন জিম্বাবুয়ে সিরিজে আমাদের দল ভালো করবে।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের শুরু থেকে একের পর এক হারের কারণে পাকিস্তান দলকে ধুয়ে চলেছে সেদেশের মিডিয়া এবং সাবেক ক্রিকেটাররা। এমনকি প্রশ্ন কোচ ওয়াকার ইউনিসের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।