ঢাকায় মোদিকে আসাম নিয়ে আলোচনার অনুরোধ
প্রকাশিত হয়েছে : ১০:১৬:০১,অপরাহ্ন ০৩ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুইদিনের ঢাকা সফরে আসাম প্রসঙ্গে আলোচনার অনুরোধ জানানো হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগই মোদির প্রতি এই অনুরোধ করেন।
মঙ্গলবার এক অনুষ্ঠানে গগই বলেন, মোদির উচিত বাংলাদেশ ও আসামের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা। বাংলাদেশ ও আসামের মধ্যে পানি সরবরাহ, বাণিজ্যিক সম্ভাব্যতার দিকে অধিক জোর দেওয়া উচিত বলে মনে করেন গগই। তিনি আরও বলেন, যেহেতু ভৌগলিক সীমারেখার দিক থেকে আসাম ও বাংলাদেশের দূরত্ব সবচেয়ে কম, এক্ষেত্রে বাণিজ্যিক আদান-প্রদান ও চুক্তি হলে উভয় দেশ লাভবান হতে পারে।
মোদির প্রতি গগই সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানাতে অনুরোধ করেছেন। এছাড়া বাংলাদেশে আসামের অনুপ্রবেশকারী বা আসামে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার প্রসঙ্গটিও উত্থাপনের দাবি জানান গগই।
উল্লেখ্য, আগামী ৬ তারিখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। এই সফর ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা । এই সফরে বাংলাদেশ ভারতের মোট ২০টি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এছাড়া বহুল প্রতিক্ষিত স্থল সীমান্ত চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষরও এই সফরে হবে।
অন্যদিকে আগরতলা-ঢাকা-কলকাতার বাস সার্ভিসও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা।
মোদির সঙ্গে এই সফরে বাংলাদেশ আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তা চুক্তি নিয়ে কোনও কথা হবে না এই শর্তে মোদির সঙ্গে আসতে রাজী হয়েছেন মমতা।