ঢাকায় ছাত্রের বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:১৫,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে অভিনেত্রী হ্যাপীর দায়ের করা ধর্ষণ মামলার কিনারা হওয়ার আগেই এবার রাজধানীতে এক শিক্ষিকা তার ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন।
পুলিশ জানায়, রাজধানীর শ্যামলীতে অবস্থিত বিআইএসডিটি ফ্যাশন টেকনোলোজির ছাত্র রিয়াজ হোসেন বাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে শনিবার রাতে মিরপুর থানায় মামলা করেছেন ওই প্রতিষ্ঠানেরই শিক্ষিকা ফারজানা খাতুন। তাকে গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়।
অভিযুক্ত ছাত্রের নাম রিয়াজ হোসেন বাবু(২৬)। পুলিশ বাবুকে গ্রেফতার করতে পারেনি।
মিরপুর থানা পুলিশ জানায়, বিআইএসডিটি ফ্যাশন টেকনোলোজির শিক্ষিকা ফারজানা খাতুন শনিবার রাতে থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের কাছে তাকে ধর্ষণের অভিযোগ করেন। তিনি ঘটনা সম্পর্কে মামলা করবেন বলে জানান। এরপর নিজে অভিযোগটি লিখে তাদের হাতে দেন। এরপরই অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করা হয়।
শিক্ষিকা ফারজানা খাতুন এজাহারে উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বাবু বিভিন্নভাবে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মেসে নিয়ে ধর্ষণ করে। এরপর বাবুকে বিয়ের কথা বললে সে বিয়ে করতে অস্বীকার করে। অভিযুক্ত রিয়াজ হোসেন বাবু বিআইএসডিটির মার্চেন্ডাইজিং বিভাগের ছাত্র।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসাদ বলেন, শিক্ষিকাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মিরপুর থানার অপর একজন কর্মকর্তা ঢাকা প্রতিদিনকে জানান, ছাত্র-শিক্ষিকার মধ্যকার সম্পর্ক একদিন বা এক সপ্তাহের নয়। আরো আগে থেকে। পরিচয়ের সূত্র ধরে প্রেম এবং দৈহিক সম্পর্ক। এখন যেকোন বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে বলে মামলাটি দায়ের করা হতে পারে। তবে তদন্তে সব প্রকাশ পাবে।