ঢাকার বিভাগীয় কমিশনারের দায়িত্ব পেয়েছেন সিলেটের জয়নুল বারী
প্রকাশিত হয়েছে : ১:০৪:১৮,অপরাহ্ন ২৭ মে ২০১৯
নিউজ ডেস্ক:: ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের দায়িত্ব পেয়েছেন সিলেটের মোহাম্মদ জয়নুল বারী। রোববার (২৬মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে রংপুরের বিভাগীয় কমিশনার থেকে তাকে ঢাকা বিভাগে বদলি করা হয়।
তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাগেরখলা গ্রামের সন্তান। জয়নুল বারী ৯ম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালে প্রশাসনে যোগ দেন। এর পূর্বে ২০১৯ সালের ২৯ আগস্ট তিনি রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন।