ডেইলি সিলেটের সাফল্যে বৃটিশ পার্লামেন্ট নির্বাচনের প্রার্থী মিনা রহমানের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১:১৭:৩৩,অপরাহ্ন ১০ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: এ্যালেক্সা’র র্যাংকিং-এ মফস্বলের মধ্যে ডেইলি সিলেট প্রথম হওয়ায় বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে লন্ডন বার্কিং আসনে নির্বাচন প্রার্থী মিনা রহমান ডেইলি সিলেট পরিবারকে অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দনবার্তায় মিনা রহমান, ডেইলি সিলেট ডট কমের সম্পাদকমন্ডলীর সভাপতি মকিস মনসুর আহমদ, প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, সম্পাদক কে. এ. রহিম, নির্বাহী সম্পাদক মারুফ হাসান, সাহিত্য সম্পাদক দেলোয়ার হোসাইন সহ অফিস ষ্টাফ, কলাকুশলী ও সকল প্রতিনিধিবৃন্দকে অভিন্দন জানান।
এই সফলতা আগামী দিনের পথচলাকে আরো গতিশীল করবে অভিমত ব্যক্ত করে ডেইলি সিলেট ডট কমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে লন্ডন বার্কিং আসনে নির্বাচন প্রার্থী মিনা রহমান, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ রেড ব্রিজের প্রেসিডেন্ট, কনজারভেটিভ অ্যাসোসিয়েশনের ইলফোর্ড সাউথ এর ভাইস চেয়ারম্যান, ক্রেনব্রোক ওয়ার্ড কনজারভেটিভের চেয়ারম্যান ও বাংলা উইমেন্স নেটওয়ার্কের চেয়ারপারসন।
এছাড়াও অভিনন্দন জানিয়েছেন গয়াছুর রহমান গয়াছ, জনমতের সম্পাদক নবাব উদ্দিন, এটিএনবাংলা বার্মিংহাম স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন, বার্তা সম্পাদক মুসলেহ আহমদ, চ্যানেল আই ইউরোপ এর বার্তা সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, সাপ্তাহিক নতুন দিন এর বার্তা সম্পাদক তানজির আহমদ রাসেল, ইটিভি আরব আমিরাতের ব্যুারোচীফ সাইফুল ইসলাম তালুকদার, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি জুনেল আহমদ, সাধারণ সম্পাদক সাহেদ আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাবেক কোষাধ্যক্ষ রুমান আহমদ, সাবেক ক্রিড়া সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, প্রবাসী লেখক ও সাংবাদিক মোস্তফা জাহেদ, ঠিকানা স্টাফ রিপোর্টার মাহফুজ সাকিল, প্রবাসের প্রহর কুলাউড়া ব্যুারো প্রধান মো: আব্দুল হাই শামীম, মানবজমিন রিপোর্টার এমাদ উদ্দিন।