‘ডিসিসি নির্বাচনে জনপ্রিয়তা প্রমানে খালেদাকে চ্যালেঞ্জ’
প্রকাশিত হয়েছে : ৯:৪৯:৪৭,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গনতন্ত্রের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আওয়ায়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন ও সালিশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আরেকটি সুযোগ দিয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করুন আপনি গনতন্ত্রে ফিরতে পেরেছেন কিনা। আপনার(খালেদা) জনপ্রিয়তা আছে কিনা।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তন‘চলমান রাজনীতি বিষয়ে’ বঙ্গবন্ধু একাডেমীর এক আলোচনা সভায় প্রধান অতিথর বক্তব্যে তিনি খালেদা জিয়ার প্রতি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, খালেদা জিয়া আইনের শাসনের প্রতি অবজ্ঞা দেখিয়ে যে বৈষম্য মূলক আচরন করেছে তা অমার্জনীয় অপরাধ ও অগ্রহন যোগ্য।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সাবেক এই মন্ত্রী বলেন, শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ, এই জায়গাটিকেও নষ্ট করবেন না। আমরা আশা করছি আপনি(খালেদা) বৈষম্য মূলক আচরন ছেড়ে দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আমি আপনাকে আহবান জানাব নাশকতা-সন্ত্রাস ও জঙ্গিবাদী বন্ধ করে গণতন্ত্র-মনা দল হিসেবে ফিরে আসার জন্য।
সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, আদালোতের নির্দেশ বাস্তবায়নে সরকারকে আরো কার্যকর ও শ্রদ্ধাশীল হতে হবে।
সংগঠনের সভাপতি ডাঃ ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা-৭ আসনের সাংসদ হাজী মোঃ সেলিম, সংগঠনের মহাসচিব হুমায়ূন কবির মিজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।