টানা ২২ ম্যাচ জিতার পর রিয়াল মাদ্রিদের পরাজয়
প্রকাশিত হয়েছে : ৮:৩৪:০৩,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক :: দুবাইয়ে অনুষ্টিত প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে লজ্জা দিয়েছে এসি মিলান। মঙ্গলবার ইতালিয়ান সিরি’এ লীগের সেরা ক্লাব মিলান ৪-২ গোলের বড় ব্যবধানে হারায় ইউরোপ সেরার মুকুট পড়া রিয়াল মাদ্রিদকে।
২০১৪ সালটা দারুণ কেটেছে রিয়াল মাদ্রিদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা ছাড়াও চলতি মাসেই প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে তারা। দুবাইয়ে আসার আগেও টানা ২২ ম্যাচ জয়ের বিষ্ময়কর কীর্তি গড়ে কার্লো আনচেলত্তির দল। অথচ বছরের শেষটা হল মিলানের কাছে বড় ব্যবধানে পরাজয়ের লজ্জায়।
রিয়াল মাদ্রিদের জালে প্রথম বল জড়ান মেনেজ। নাচোর ভুল পাসের কারণে প্রথমার্ধের ২৪ মিনিটেই এগিয়ে যায় মিলান। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন স্টিফান এল সারাওয়ে। তবে এর কিছুক্ষন পরই দুর্দান্ত এক শটে গোল করেন রিয়ালের রোনাল্ডো। এর ফলে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় আনচেলত্তির শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে আরও এক গোল করে মিলানকে এগিয়ে দেন এল সারাওয়ে। ৭৩ মিনিটে মিলানের জার্সিতে আরও একটি গোল করেন বদলি হিসেবে খেলতে নামা জিয়ামপাওলো পাজ্জিনি। তবে ৮৪ মিনিটে রিয়ালের জার্সিতে আরেকটি গোল করেন করিম বেনজেমা।
এর ফলে এসি মিলানের কাছে ৪-২ গোলে হেরেই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।