টাইগারদের পারফর্ম দেখে ৪ কিংবদন্তির ঈর্ষনীয় মন্তব্য
প্রকাশিত হয়েছে : ৫:৫৪:৫৫,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৫
স্পোর্টস ডেস্ক::
২০১৫ ক্রিকেট বিশ্বকাপের প্রথম রাউন্ডের দুটি ম্যাচ আগেই বাংলাদেশ যেন ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। টাইগারদের পারফর্মে মুখ খুলেছেন এক সময়ের সমালোচক কিংবদন্তি ক্রিকেটাররা। সাকিব-তামিমের খেলায় মুদ্ধ হয়ে ওয়াসিম আকরাম, শচীন, জয়সুরিয়া ও রমিজ রাজা বাংলাদেশের ক্রিকেট নিয়ে নানা মন্বব্য করেছেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচে দৃষ্টি রেখেছিল তারা। আর এর পরেই নিজ নিজ অবস্থান থেকে মুখ খুলেন তারা।
ভারতের জীবন্ত কিংবদন্তী শচীন টেন্ডুলকার বাংলাদেশের প্রতি বরাবরই ইতিবাচক মনোভাব রেখে বলেন, বাংলাদেশ এ খেলাটা ধরে রাখতে পারলে বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে পারবে। পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার রমিজ রাজা এক সময় বলেছিলেন, বাংলাদেশ ২০১৫ বিশ্বকাপে আফগানদের বিরুদ্ধে জয় পাওয়ার দাবিদার ছিল না। এখন তিনি বলেছেন, বাংলাদেশ প্রতিপক্ষকে তুলোধনু করে ম্যাচ জিতেছে।
পাকিস্তানের সাবেক বাঁ-হাতি পেসার ওয়াসিম আকরাম বলেন, ধারাবাহিক এ পারফরম্যান্স ধরে রাখতে পারলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। টাইগারদের ভালো খেলায় উচ্ছ্বসিত সাবেক লংকান অলরাউন্ডার সনাথ জয়সুরিয়া বলেন, ‘এবারের বিশ্বকাপে বাংলাদেশ একটি ভালো দল। যেকোনো দলকে হারানো ক্ষমতা তাদের আছে।
তিনি জানান, ১৯৯৯ তে পাকিস্তান, ২০০৭ এ ভারত এবং সাউথ আফ্রিকা, ২০১১ তে ইংল্যান্ডকে হারিয়েছে দলটি। বাংলাদেশ আগের চেয়ে অনেক শক্তিশালী বলে মন্তব্য করেন তিনি।