ঝালকাঠির শিক্ষাবিদ নিরঞ্জন কর্মকারের মৃত্যুতে শহরজুড়ে শোকের ছায়া
প্রকাশিত হয়েছে : ৮:১৭:০৩,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
অর্ধশত বছর ধরে শিক্ষার আলো বিলিয়ে যাওয়া ঝালকাঠির প্রবীণ শিক্ষাবিদ, উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষাক ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধেয়
গুণীজন বাবু নিরঞ্জন কর্মকার (৮০) গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টায় আকস্মিক নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে ৪ পুত্র, পুত্রবধূ,
নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সকল ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তার মৃত্যুর সংবাদ পেয়ে
শোকসন্তপ্ত হৃদয়ে তার বাস ভবনে ছুটে যান ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
শিল্পমন্ত্রী মন্ত্রী ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বিএইচ হারুন তার মৃত্যুর সংবাদে
গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মোঃ শাহআলম, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি এডভোকেট খান সাইফুল্লাহ পনির,
সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাকর্মীরা, জেলা বিএনপি-জাতীয় পার্টি, জেলা আইনজীবী
সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাসহ সদস্যরা শিক্ষার আলো ছড়িয়ে যাওয়া এ শিক্ষাবিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন ও
শোকাহত পরিবারবর্গের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
প্রয়াত শিক্ষাবিদ নিরঞ্জন কর্মকার ঝালকাঠি জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক তরুন কুমার কর্মকারের পিতা।