ঝালকাঠির শংকর মল্লিককে বাঁচাতে সাহায্যের আবেদন
প্রকাশিত হয়েছে : ৬:২২:০০,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠির ষাটপাকিয়া বাজার-সংলগ্ন এলাকায় গত ১ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় প্রাণ কোম্পানির এসআর শংকর মল্লিক (২৫) গুরুতর আহত হয়। আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকার গ্রীন রোডস্থ (কমফোর্ট হাসপাতালের বিপরীতে) ধানমন্ডি ক্লিনিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
দীর্ঘ ১ মাসের চিকিৎসায় আহতের স্বজনরা সহায়-সম্বল দিয়ে চিকিৎসা করিয়ে অর্থহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় চিকিৎসকরা বাঁচিয়ে রাখতে হলে ভারতে নিয়ে চিকিৎসার পরামর্শ দেন। যুবক শংকর মল্লিককে বাঁচাতে মানবিকভাবে দেশের বিত্তবানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানান পরিবারের পক্ষ থেকে। এ জন্য ০১৭৫১৭২০৯২৭ (রাসেল) এই নম্বরে সাহায্য পাঠানো এবং যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।