জয় দিয়ে শেষ করতে চায় রিয়াল বার্সা
প্রকাশিত হয়েছে : ১২:০২:৩৩,অপরাহ্ন ২৩ মে ২০১৫
খেলাধুলা ডেস্ক::
লীগের শেষ রাউন্ডে আজ মাঠে নামছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোরা। মৌসুমের শেষ ম্যাচটি খেলার জন্য নিজেদের মাঠেই প্রতিপক্ষের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত ১০টায় দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হবে বার্সা। রাত সাড়ে ১২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে গেটাফের মোকাবেলা করবে রিয়াল মাদ্রিদ।
গত সপ্তাহেই শিরোপা নির্ধারণ হয়ে গেছে। না হয় লিখা লাগতো, ‘ফাইনাল আজ।’ অ্যাটলেটিকো মাদ্রিদকে মেসির একমাত্র গোলে হারিয়েই লা লিগায় ২৩তম শিরোপা উদযাপন করে ফেলেছে বার্সেলোনা। একই দিন হ্যাটট্রিক করেছেন রোনালদোও।
জয় দিয়েই লিগের সমাপ্তি টানতে বদ্ধ পরিকর বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষও অপেক্ষাকৃত দুর্বল। সুতরাং, জয় পাওয়াটা খুব বেশি কষ্টকর হবে না দুই জায়ান্টের জন্য। যদিও বরখাস্ত হওয়ার শঙ্কায় এখনই দিন গুনতে শুরু করে দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। অপরদিকে ন্যু ক্যাম্প সাজছে তাদের ইতিহাসে অন্যতম সেরা মিডফিল্ডার জাভি হার্নান্দেজের বিদায়কে স্মরনীয়-বরনীয় করে তুলতে।
মৌসুম শেষেই কাতারের ক্লাব আল সাদে যোগ দিচ্ছেন জাভি। সে হিসেবে স্প্যানিশ লা লিগায় জাভির এটাই শেষ ম্যাচ। বার্সার জার্সিতে তো অবশ্যই। গত এক দশকে বার্সাকে ৭টি লা লিগা শিরোপা এনে দেওয়ার পেছনে যে ক’জন ফুটবলারের ভূমিকা সবচেয়ে বেশি, তার মধ্যে জাভি হার্নান্দেজ একজন।
অ্যাটলেটিকোর বিপক্ষে ১ গোল করার পর লা লিগায় মেসির গোল দাঁড়িয়েছে ৪১টি। অপরদিকে এস্পানিওলের বিপক্ষে হ্যাটট্রিক করে রোনালদো নিজেকে নিয়ে গেছেন ৪৫ গোলের উচ্চতায়। আজ এই দু’জনের মধ্যে লড়াই। কে নিজের গোলকে কতদুর পর্যন্ত নিয়ে যেতে পারেন। তবে, ইউরোপিয়ান গোল্ডেন বুট যে রোনালদোর হাতেই উঠতে যাচ্ছে তা তো মোটামুটি নিশ্চিত।