জয়পুরহাটে শিশু কন্যাকে ধর্ষণ
প্রকাশিত হয়েছে : ১০:১৯:২৪,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মাঠে এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর রাতে নারী ও শিশু নির্যাতন ২০০৩ এ সংশোধনী আইনে একটি ধর্ষণ মামলা (নং-৫০) দায়ের করে ধর্ষিতার পরিবার। পাকুড়িয়া গ্রামের আইয়ুব আলীর শিশু কন্যা ২য় শ্রেণীর ছাত্রী রাফসানা মিলি (৮) দুপুরে মাঠে কয়েকজন সাথীর সাথে খেলা করছিল। পরে তার খেলার সাথীরা বাড়ির দিকে চলে গেলে রাফসানা মিলিকে একা পেয়ে ফুসলিয়ে একই গ্রামের আব্দুর ছাত্তারের পুত্র সজল (১৯) মাঠের মাঝে নিয়ে যায়। পরে মিলিকে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় শিশু কন্যা মিলির আত্ম চিৎকারে মাঠে কাজ করা দিনমজুররা ছুটে এলে লম্পট সজল পালিয়ে যায়।