জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ থেকে মদ ও পানের চালান আটক
প্রকাশিত হয়েছে : ৯:৩২:৩৪,অপরাহ্ন ৩০ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিভিন্ন পণ্যের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জৈন্তাপুর উপজেলার শ্রীপুর, ডিবির হাওর এলাকা ও কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও পানের চালান উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর বিওপি’র বিজিবি সদস্যরা বৃহস্পতিবার ভোর ৫ টায় ডিয়াতলা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পরিত্যাক্ত অবস্থায় ১০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করে। জব্দকৃৃত মদের সিজার মূল্য ১৫ হাজার টাকা।
কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা বিওপি’র বিজিবি সদস্যরা বুধবার রাতে কমলাবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ৬ বোতল অফিসার চয়েজ মদ, ৬ বোতল বিয়ার উদ্ধার করে। জব্দকৃৃত মদের সিজার মূল্য ১০ হাজার ৫’শ টাকা।
এদিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি’র বিজিবি সদস্যরা বুধবার রাতে শ্রীপুর চা বাগান এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পরিত্যাক্ত অবস্থায় ১৫ বিড়া ভারতীয় খাসিয়া পানের চালান উদ্ধার করে। জব্দকৃৃত মদের সিজার মূল্য ১ হাজার ৮’শ টাকা।