নিউজ ডেস্ক:: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় চলমান মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে জৈন্তাপুর থানাধীন ভারতীয় সীমান্ত সংলগ্ন ডিবির হাওড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় জৈন্তাপুর থানার ঘিলারতৈল গ্রামের আবুল কালামের পুত্র ইউসুফ মিয়া (৪০) এর হেফাজত হতে (এক লক্ষ পঞ্চাশ হাজার) মূল্যমানের ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়- সে ভারত হতে বিভিন্ন পণ্য আদান-প্রদানের এ সকল মুদ্রা ব্যবহার করতো।ঘটনা সংক্রান্তে ডিবি (উত্তর) এ কর্মরত এসআই(নিঃ) মিজানুর রহমানের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে আদালত জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
সিলেট জেলার পুলিশ সুপার বলেন, চোরাচালানের মাধ্যমে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। এ ধরণের কর্মকান্ড প্রতিহত করতে জেলা গোয়েন্দা শাখার নজরদারি আরো বৃদ্ধি করা হবে।