জৈন্তাপুরে জাল ভোট দিতে গিয়ে দুই যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২:০৩:৫২,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের জৈন্তাপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে দুই যুবক আটক হয়েছেন পুলিশের হাতে।আটককৃতরা হলেন- সাইফ উদ্দিন ও সায়মন আহমদ।
তারা উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হন। তারা ওই ইউনিয়নের বাসিন্দা।সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে হাতেনাতে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এদিকে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাউদপাড়া কমিউনিটি মাদ্রাসা কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।