জেলা পর্যায়ে ডিজিটাল মেলা বুধবার শুরু
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:৩১,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৪
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
বুধবার থেকে জেলা পর্যায়ে ডিজিটাল মেলা ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫’ শুরু হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের ধারণাকে সাধারণ মানুষের আরো কাছাকাছি নিয়ে যেতে ও ই-সেবা কার্যক্রমের বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হবে।
প্রথম পর্যায়ে নরসিংদী জেলায় এ মেলার উদ্বোধন করা হবে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য সচিব মোরতুজা আহমদ এ কথা জানান।
তিনি বলেন, ‘দেশের ৬৪টি জেলায় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে এ ডিজিটাল মেলা চলবে। ২০১০ সালে প্রথম ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছিল।’
কোন জেলায় কোন দিন মেলা হবে তা ৩/৪ দিন আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলেও জানান তথ্য সচিব।
‘প্রতিটি মেলায় ডিজিটাল সেন্টার, মাল্টিমিডিয়া ক্লাস রুম ও ইনোভেশন বিষয়ক সেমিনার হবে।’
৩ দিনের ডিজিটাল মেলা চেলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পযর্ন্ত।