জুনায়েদ সাকির নির্বাচনী ইশতেহার প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১০:৪২:৫০,অপরাহ্ন ১১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
মানুষ পরিবর্তন চায়, পরিবর্তন সম্ভব, আমরা পরিবর্তন চাই-এই স্লোগান নিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণসংহতি আন্দোলনের আয়োজনে ‘সিটি নির্বাচনে মেয়র প্রার্থী জোনায়েদ সাকির নির্বাচনী ইশতেহার ও প্রার্থী পরিচিতি’শীর্ষক অনুষ্ঠানে তিনি তার এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।
জোনায়েদ সাকি বলেন, জনগণই আমাদের ভরসা। জনগণ ঐক্যবদ্ধ হলে কোন শক্তি আমাকে দমাতে পারবেনা। মানুষের আকাঙ্খার বাস্তব রূপ দিতে এবং ঢাকায় সকল নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করতে এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
নির্বাচনী ইশতেহার ঘোষণা কালে তিনি বলেন, ‘দূর্নীতিমুক্ত এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে গণতান্ত্রিক নগর প্রশাসন পরিচালনাই হবে আমার মূলনীতি।’
লিখিত নির্বাচনী ইশতেহার পাঠ কালে তিনি প্রস্তাবনা, পরিচালনা, মূলনীতি নাগরিকদের অধিকার, প্রকৃতি ও পরিবেশ, নগরবাসীর পরিবহন, খাদ্যে ভেজাল ও বিষক্রিয়া রোধ, স্বাস্থ্য সেবা, শিক্ষা সহ ১৭ টি সেক্টরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
নারীর জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন করে তিনি বলেন, ‘ঢাকার নগর বাসির প্রায় অর্ধেক বাসিন্দা নারী। নারীর জন্য এই নগরী রীতিমত শত্রুশিবির। আমরা এই অবস্তার পরিবর্তন ঘটাতে চাই।’
বিভিন্ন অঙ্গিকার ব্যক্ত করে তিনি বলেন, এই ইশতেহারের অঙ্গীকার ও প্রতিশ্রুতি গুলোকে আরও বাস্তব সম্মত ও জীবনমুখী করার প্রয়োজনীয়তার বিষয়ে আমরা সচেতন থাকবো। এই ইশতেহারকে পূর্ণ করে তোলা এবং বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করাকে আমার জীবনের ব্রত হিসেবে নিয়েছি।
ঢাকার নাগরিকদের এবং তরুণদের প্রতি তার জন্য এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, ‘এই ইশতেহার তৈরি করেছি আমাদের প্রাত্যহিক অভিজ্ঞতার ভিত্তিতে। নতুন রাজনীতির উদ্ভোধন ঘটাতে সকলে এগিয়ে আসবেন।’
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আব্দুস সালাম, ফিরোজ আহমেদ, জোনায়েদ সাকির স্ত্রী শ্রমিক নেত্রী তাসলিমা আক্তার, অধ্যক্ষ আহমেদ কামাল প্রমুখ।