জীবিতের আশায় লাশের সঙ্গে বসবাস!
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:১৩,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৪
বিচিএ ডেস্ক:: প্রার্থনা করে পুনরুত্থান ঘটাবেন এমন আশায় ছয় মাস ধরে একটি লাশ নিয়ে বাস করছিলেন কানাডিয়ান একটি পরিবার। মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পরিবারটি তাদের উপরতলার শোবার ঘরে লাশটি রেখে দিয়েছিলেন। বন্ধকী পরিশোধ দিতে না পারায় তাদের উচ্ছেদ করতে গিয়ে এই লাশটি আবিষ্কার করা হয়।
ওই বাড়িতে থাকতেন পিটার ওয়াল্ড (৫২) নামের এক ব্যক্তি ও তার পরিবার। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। এছাড়া তার পায়ে ইনফেকশনও হয়েছিল। এক সময় স্বাভাবিকভাবেই মারা যান পিটার।
এরপর তার স্ত্রী কালিং ওয়াল্ড (৫০) লাশটি শোবার ঘরে নিয়ে তালাবদ্ধ করে দেন। ওই বাড়িতে কালিং ছাড়াও তার পাঁচটি সন্তান বাস করতো।
এর ছয় মাস পর বন্ধকী পরিশোধ করতে না পারায় তাদের উচ্ছেদ করতে গেলে লাশটি পাওয়া যায়। সে সময় লাশটি খুব খারাপভাবে পঁচে গিয়েছিল ও পোকা-মাকড় বাসা বেধেঁছিল।
কালিংয়ে আইনজীবী বাউসি জানিয়েছেন, যিশু মারা যাওয়ার চারদিন পর জীবিত হয়েছিলেন। তাই কালিংয়ের বিশ্বাস, ঈশ্বরও তার স্বামীকে নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরুত্থান ঘটাবেন।